বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনা আক্রান্ত পুলিশের ক্ষতিপূরণ চেয়ে আবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনী। দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন অনেক সদস্য। এছাড়া আক্রান্ত হয়ে সুস্থও হয়েছেন অনেকে। এ জন্য সরকার ঘোষিত ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন করোনা আক্রান্ত ১০ হাজার পুলিশ সদস্য।

জানা গেছে, অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী করোনায় আক্রান্ত পুলিশের ১০ হাজার সদস্য এককালীন ক্ষতিপূরণ চেয়ে পুলিশ অধিদফতরের মাধ্যমে আবেদন জমা দিয়েছেন। জমা পড়া আবেদনগুলো অর্থ বিভাগে পাঠানোর বিষয়ে মতামত চেয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স¤প্রতি জননিরাপত্তা বিভাগের (পুলিশ-২) উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হন। সরকার ঘোষিত পরিপত্রের শর্তানুযায়ী দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হলে এককালীন ক্ষতিপূর দেয়ার সিদ্ধান্ত থাকায় আক্রান্ত ১০ হাজার পুলিশ সদস্য কর্তৃক ক্ষতিপূরণ প্রাপ্তির লক্ষ্যে পুলিশ অধিদফতরের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করেন। এসব আবেদন অর্থ বিভাগে পাঠানো হবে কিনা এ বিষয়ে মতামতের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন