শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ার যুদ্ধ বন্ধের সংলাপে অগ্রগতি

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

জেনেভায় ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর কেরির আশাবাদ

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার যুদ্ধ বন্ধে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনায় সুস্পষ্ট অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, তবে ছোটখাটো ইস্যু এখনও সমাধান করা বাকি রয়েছে। জেনেভায় মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক চলাকালে জন কেরি গত শুক্রবার এ কথা বলেন। কেরি বলেন, আমরা দু’পক্ষই সিরিয়ার যুদ্ধবন্ধে আলোচনায় একটি সিদ্ধান্তের কাছাকাছি এসে পৌঁছেছি। তবে এখনই কোনও চুক্তিতে পৌঁছানো যায়নি। জন কেরি বলেন, আমরা আলোচনায় কয়েক ধাপ আগালেও সামনের দিনগুলোতে আরও আলোচনার সুযোগ রয়েছে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে শুরু করে চার বছর ধরে আটকে পড়া অধিবাসীরা সরকারি বাহিনীর ব্যারেল বোমা, এবং অবিরাম বিমান হামলার বাস করছিলেন। তবে এখন তারা সিরিয়ার দারায়া ছেড়ে যেতে রাজী হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে, ইতোমধ্যে দামেস্কের উপকণ্ঠ ছেড়ে যেতে শুরু করেছে বেসামরিক লোকজন। 

গত শুক্রবার সকালে শুরু হওয়া এক সমঝোতার অধীনে নাগরিকদের সরিয়ে নেয়ার ঘটনাকে সিরিয়ার সরকারি বাহিনীর জন্য বড় ধরনের সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্টের ২৫টি বাস এবং ১৫টি গাড়িতে করে বেসামরিক লোকদের শহরটি থেকে স্থানান্তর করা হচ্ছে। স্থানান্তরের এই প্রক্রিয়া একটানা চার দিন চলবে। শহর ছেড়ে যাওয়া প্রথম বাসগুলোর বেশিরভাগ যাত্রীই ছিল নারী, শিশু ও বয়স্ক সিরীয়রা। অপর এক খবরে বলা হয়, চার বছরব্যাপী অবরোধের কারণে যে হাজার হাজার বেসামরিক লোক আটকা পড়েছিলেন, তাদের সেখান থেকে বের করে নিয়ে যাবার প্রক্রিয়া শুরু হয়েছে। বিবিসি, আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন