শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন ভূখন্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম উত্তর কোরিয়া

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের ভূখন্ডে হামলা চালাতে সক্ষম সাবমেরিন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র। তাছাড়া উত্তর কোরিয়া এখন মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতেও পুরোপুরি সক্ষম। সরকারি সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, সাবমেরিন থেকে পারমাণিক ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম ঘোষণার পর দেশটিতে উৎসব চলছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার আওতাভুক্ত। এ বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পরমাণু অস্ত্র বিষয়ে আলোচক জোয়েল উইট এ ঘোষণার পর তার উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরও তিনি বলেন, উত্তর কোরিয়ার এই সাফল্যের পরও তারা আমাদের ভূখ-ে পারমাণিক বোমা হামলা চালাতে সক্ষম হয়নি। তারা ওয়ারহেড বানাতে পেরেছে, এমন প্রমাণ নেই। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
umar ২৮ আগস্ট, ২০১৬, ১২:৪২ পিএম says : 0
কিম জ এর কথা বিশ্বাস করা যায়না।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন