বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয় করা হচ্ছে না হিমির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১১:০০ এএম

বায়োপিক ‘বঙ্গবন্ধু’ তে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বেলার চরিত্রে অভিনয় করার কথা ছিল মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। কিন্তু শেষ মুহূর্তে এসে জানা যায়, এই চরিত্র থেকে বাদ পড়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এক ফেসবুক বার্তায় সুমাইয়া হিমি বলেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর বঙ্গবন্ধুর বায়োপিক প্রজেক্টের সঙ্গে সংযুক্ত নেই। অডিশন দেওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় বেলার চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচিত হয়েছিলাম। এত বড় একটি চরিত্রে অভিনয় করা সকল অভিনেত্রীরই স্বপ্ন। স্বপ্ন যে এক মুহূর্তের মধ্যে ধুলিস্যাৎ হয়ে যাবে সেটা অকল্পনীয় ছিল।’

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের অভিনয় শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে হিমি লিখেছেন, ‘সর্বশেষে, নতুনভাবে নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীরা অসাধারণ অভিনয় করবেন এবং ঐতিহাসিক চরিত্রগুলো রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন এর জন্য শুভকামনা রইল।’

এদিকে, বাদ পড়ার বিষয়টি নিয়ে গণমাধ্যম কে হিমি বলেন, ‘কেন বা কি কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে তা আমার জানা নেই। “বঙ্গবন্ধু” বায়োপিকের নিউজগুলো যখন সবখানে প্রকাশ হচ্ছিল, তখন দেখলাম এ বিষয়ে আমি কোন কিছুই জানি না বা আমাকে জানানো হচ্ছে না। এরপর নিজে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, আমাকে বাদ দেওয়া হয়েছে।’

হিমি বর্তমানে একাধিক নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল মঙ্গলবার থেকে তিনি নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য বায়োপিক ‘বঙ্গবন্ধু’ তৈরি হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়। আর এটি নির্মাণ করছেন বলিউডের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন