শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্বরাষ্ট্রমন্ত্রী, সংবাদ সংগ্রহে বাধা দেয়ায় সাংবাদিকদের নিন্দা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ৪:৫৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার (১৯ জানুয়ারী) বেলা দুইটার দিকে হেলিকপ্টার যোগে উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অবতরণ করেন।

সেখানে ক্যাম্প-৪, এক্সটেনশন-এ তে রোহিঙ্গা শরনার্থী মাঝিদের সাথে তিনি মতবিনিময় করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি এ‌পি‌বিএন’র পু‌লিশ কর্মকর্তারা।

এ‌পি‌বিএন’র পু‌লিশ কর্মকর্তারা সাংবাদিকদের উক্ত অনুষ্ঠানে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও কক্সবাজার ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।

সাংবাদিক নেতাদ্বয় তাঁদের নিজস্ব ফেসবুক আইডি’তে দেওয়া প্রতিক্রিয়ায় সাংবা‌দিক‌দের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের বাঁধা দেওয়ার বিষয়টিকে খুবই দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন