শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৩ হাজার বছরেরও বেশি পুরনো কফিন মিসরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মিসরে প্রতুতাত্তিকরা একটি সমাধিক্ষেত্রসহ প্রাচীন অনেক সম্পদের খোঁজ পেয়েছেন। কায়রোর দক্ষিণে সাকারা নেক্রোপলিসে ম‚ল্যবান প্রাচীন নিদর্শনগুলোর আবিষ্কার করা হয়েছে। এসব নিদর্শনের মধ্যে তিন হাজার বছরেরও বেশি পুরনো অর্ধশতাধিক কফিন রয়েছে। মিসরের পর্যটন ও প্রতুতাত্তিক মন্ত্রণালয় জানিয়েছে, মিসরের খ্যাতনামা প্রতুতাত্তিক জাহি হাওয়াসের নেতৃত্বে প্রতুতাত্তিকদের একটি দল ওই প্রাচীন সম্পদ আবিষ্কার করেছে। মিসরের সরকার এ কাজকে ‘বিশাল আবিষ্কার’ বলে ঘোষণা দিয়েছে। রোববার দেশটির প্রখ্যাত প্রতুতাত্তিক জাহি হাওয়াস এ আবিষ্কারকে মিসরের ইতিহাসের ‘নতুন অধ্যায়’ বলে উল্লেখ করেছেন। কাঠের কফিনগুলো খ্রিস্টপ‚র্ব ১৬০০ থেকে ১৭০০ সালের হতে পারে। কফিনগুলো ৫২টি সমাধির ১০ থেকে ১২ মিটার (৪০ ফুট) গভীরে পাওয়া গেছে। জাহি হাওয়াস বলেন, রাজা তেতির স্ত্রী নেয়ার্তের সমাধিসহ একটি মন্দিরের পাশাপাশি ইটের তৈরি তিনটি গুদামও পাওয়া গেছে এলাকাটিতে। এ ছাড়া প্রচুর যুদ্ধাস্ত্র, প্রায় পাঁচ মিটার লম্বা একটি প্যাপিরাস, মাস্ক, কাঠের নৌকা, প্রাচীন মিসরীয়দের খেলার যন্ত্রের সন্ধানও পাওয়া গেছে। রোববার সাংবাদিকদের জন্য ওই প্রাচীন নিদর্শনগুলো প্রদর্শনের ব্যবস্থা করে দেয় মিসর সরকার। যদিও ওই প্রতুতাত্তিক স্থানটির খননকাজ এখনও চলছে। গার্ডিয়ান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন