শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঘণ্টায় ছুটবে ৬২০ কিলোমিটার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বিশ্বের সবচেয়ে দ্রæতগতির ট্রেন আনতে যাচ্ছে চীন। যার গতি হবে ঘণ্টায় ৬২০ কিলোমিটার। এ ট্রেনটি বেইজিং থেকে যাত্রা শুরু করে শেনইয়েং হয়ে হারবিন পর্যন্ত ছুটবে। আগামী ৩ থেকে ১০ বছরের মধ্যে এটি চালু হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পৃথিবীর দ্রæততম ট্রেন নির্মাণের আতুঁড়ঘর বলা হয় চীনকে। গেল সপ্তাহে দেশটি বিশ্বের সবচেয়ে দ্রæতগতির ম্যাগলেভ ট্রেনের মডেল উন্মোচন করেছে। আগামী ২০২৩ থেকে ২০৩০ সালের মধ্যেই ট্রেনটি চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক অবস্থায় পরীক্ষাম‚লকভাবে চালানো হবে এটিকে। এরপর সবকিছু ঠিক থাকলে যাত্রী পরিবহন শুরু হবে। এ ম্যাগলেভ ট্রেনটির বিশেষ বৈশিষ্ট্য হলো, শীতপ্রধান অঞ্চলগুলোতেও এটি উচ্চগতিতে চলাচল করতে সক্ষম। নতুন ম্যাগলেভ ট্রেনটি চলাচলে উচ্চতাপমাত্রা সম্পন্ন অতিপরিবাহী শক্তি এইচ.টি.এস ব্যবহৃত হবে। ইতোমধ্যেই চীনের সিচুয়ান প্রদেশে এ অত্যাধুনিক রেলগাড়িটির নির্মাণ কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সেখানে চুম্বকের তৈরি স্থায়ী রেলপথের কাজও চলছে। ট্রেনটি চালু হলে প্রযুক্তির উন্নয়নে দেশটি আরো এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন