শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিনিয়রদের বাংলাদেশ সফরের পক্ষে নন পিটারসেন!

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ইসিবি যখন পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরের সম্ভাবনা দেখছে, তখন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলছেন অন্য কথা। বাংলাদেশ সফরে আসতে চাইবেন না সিনিয়র ক্রিকেটাররা, এমনকি ইংল্যান্ডের প্রচুর সাংবাদিকও যেতে চাইবেন না বাংলাদেশে, এমনটাই মনে করছেন তিনিÑ ‘তরুণ ওডিআই দল নিয়ে তেমন কোন ইস্যু দেখছি না। তবে সিনিয়রদের নিয়ে গড়া টেস্ট দলকে নিয়ে ইস্যু থাকতে পারে। টেস্ট দলের অনেক সদস্যদের শিশু সন্তান আছে। তারা তাদের দায়িত্ববোধ থেকেই চিন্তা করবে, কিভাবেই বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়া যায়? এটা নিয়ে তারা ভাবছে। আমি জানি, অনেক সাংবাদিকও বাংলাদেশে যেতে চাইছেন না।’
২০০৮ সালে ইংল্যান্ড ক্রিকেট দলের ভারত সফরের মাঝপথে যখন মুম্বাই হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা, সেই হামলায় ভিত সন্ত্রস্ত ইংল্যান্ড ক্রিকেট দল শেষ ২টি ওয়ানডে না খেলে দেশে ফিরে ক’দিন বিশ্রাম নিয়ে পুনরায় ভারত সফর করেছে টেস্ট খেলতে। ওই সফরে ২টি স্কোয়াডেরই অধিনায়ক ছিলেন পিটারসন। অথচ, সেই পিটারসেনই বাংলাদেশ সফর নিয়ে ভোল পাল্টে অন্য সুরে বলছেন কথাÑ ‘আমি দলের সদস্য হলে এই সফর বয়কট করতাম। অ্যালিস্টার কুকের জন্য সিদ্ধান্তটি অনেক কঠিন। তবে একজন সফর থেকে নাম প্রত্যাহার করুক, এটা চাই না। যদি একজন যেতে চায়, তাহলে সবারই যেতে হবে। যদিও আমি মনে করি সফরে যাওয়া ছাড়া ইংলিশ ক্রিকেটারদের কোনও সুযোগ নেই। এটা খুবই কঠিন হবে দলের অন্যান্য সদস্যদের থেকে নিজেকে আলাদা করে নেওয়া।’
২০০৮ সালে দ্বিতীয়বার ভারত সফরে যেতে হয়েছে সম্পর্কের কারণে, তা জানিয়েছেন পিটারসনÑ ‘ওই সময়ে যাদের বাচ্চা-কাচ্চা ছিল, তাদের মনের অবস্থাটা জানতে পারিনি। তবে ওই সময়ে সিনিয়র ক্রিকেটারদের সাথে আমার সম্পর্কটা ভেঙে যেতে পারতো বলে সে সময়ে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করতে চাইনি। যখন আমার সন্তান শিশু ছিল, তখন আমি নিজেও এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি। কারণ এখন দায়িত্বে পরিবর্তন এসেছে, অগ্রাধিকার পরিবর্তন হয়েছে।’ এদিকে ইংল্যান্ডের বর্তমান দলের ক্রিকেটার জোস বাটলারও বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেনÑ ‘গত রাতে (বৃহস্পতিবার) একটা ইতিবাচক সভা হয়েছে। ওই সভায় অনেক তথ্য হজম করেছি। একজন ক্রিকেটার হিসেবে অনুভব করছি, অনেক কিছু বিবেচনায় এনে বোর্ডকে খেলোয়াড়দের প্রতি যতœ নেয়া দরকার। সব ক্রিকেটারের ব্যক্তিগত মত নেয়া দরকার। তারা কে কে চিন্তা করছে, তা কে জানে। আমি নিজেও উত্তরটা দিতে পারছি না।’ এদিকে বাংলাদেশ সফর মিস করছেন এন্ডারসন এবং ব্রডÑদু’জনকেই ইনজুরির কারণে বিশ্রামে রেখেছে বলে জানিয়েছে ইসিবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন