বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ড্রাগন গুজরাটে হয়ে গেল কামালাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম


সা¤প্রতিক বছরগুলোতে উপমহাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে ড্রাগন ফল। এতদিন ধরে সমস্যা না হলেও এখন ফলটির নামের পেছনে লেগেছে ভারতের গুজরাট রাজ্য সরকার। ফলটির নাম পাল্টে ‘কামালাম’ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। মঙ্গলবার এমন সিদ্ধান্তের কথা জানান গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তিনি বলেন, ‘ড্রাগন ফলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেহেতু, ফলটির বাইরের আকৃতি কিছুটা পদ্মের মতো তাই এটিকে কামালাম নামকরণ করা উচিৎ।’ ‘ড্রাগন ফল নামটি চীনের সঙ্গে সম্পর্কিত। তাই আমরা এটি পরিবর্তন করে দিয়েছি।’ উল্লেখ্য, পদ্মফুলের সংস্কৃত নাম ‘কামালাম’। আর ভারতের ক্ষমতাসীন দল বিজেপির গুজরাট কার্যালয়ের নামও ‘কামালাম’। ভারতের বাজারে বেশিরভাগ ড্রাগন ফল আসে দক্ষিণ আমেরিকা থেকে। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন