বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শপথগ্রহণের ৪ ঘণ্টা পর হোয়াইট হাউজে ওঠেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ৮:৩১ এএম

শপথগ্রহণের প্রায় ৪ ঘণ্টা পর সপরিবারে হোয়াইট হাউজে ওঠেন মার্কিন নয়া প্রেসিডেন্ট জো বাইডেন। ঐতিহ্য অনুসারে, পেনসিলভানিয়া এভিনিউ’তে কার প্যারেডের মাধ্যমে বরণ করে নেয়া হয় তাদের।

প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে, ফিফটিনথ স্ট্রিট থেকে হোয়াইট হাউজ পর্যন্ত দেয়া হয় প্রেসিডেনসিয়াল এসকর্ট। সেনা ও পুলিশ সদস্যদের প্যারেডের পাশাপাশি ছিল বাদ্য-বাজনার তালে তালে কুচকাওয়াজ। প্রথা মেনে যাতে পৃথকভাবে প্রদর্শিত হয় যুক্তরাষ্ট্রের ৫৬ অঙ্গরাজ্য ও অঞ্চলের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি।

প্যারেড শেষে মুখোশ পরিহিত ছয় সিক্রেট সার্ভিস এজেন্ট নতুন প্রেসিডেন্ট ও ফার্স্টলেডিকে পৌঁছে দেন হোয়াইট হাউজের দরজায়।

এদিকে স্বাস্থ্য সতর্কতা আর নিরাপত্তার কড়াকড়িতে এবার প্রেসিডেন্ট সমর্থকদের উপস্থিতি তেমন দেখা না গেলেও ছিল বিপুলসংখ্যক সেনা। নাশকতার আশঙ্কার ২৫ হাজার সেনা মোতায়েন রয়েছে পুরো এলাকায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন