শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

টিকা সংরক্ষণ করা হচ্ছে তেজগাঁওয়ের ইপিআই স্টোরে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:২০ পিএম | আপডেট : ২:২৩ পিএম, ২১ জানুয়ারি, ২০২১

ভারত থেকে উপহার হিসেবে আসা অক্সফোর্ড-অ্যাস্টাজেনেকার করোনার টিকা ‘কোভিশিল্ড’ সংরক্ষণের জন্য প্রস্তুত তেজগাঁওয়ের ইপিআই স্টোর। স্টোরটি ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সংরক্ষণের জন্য সেখানে নেওয়া হচ্ছে টিকাগুলো।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে স্টোরটির সামনে গিয়ে দেখা যায়, গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। গেটে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্য জানান, এখানেই ভারত থেকে আসা টিকা রাখা হবে। তবে কখন টিকা আসবে আমরা জানি না। ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সাংবাদিকরাও ভেতরে যেতে পারবেন না। আমাদের এমন নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান। বাংলাদেশকে উপহার হিসেবে এ ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিলো ভারত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন