শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২ ইঞ্চি উচ্চতা বাড়াতে ৬৪ লাখ টাকা খরচ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ৪:৪৯ পিএম

নিজের উচ্চতা নিয়ে অনেকেই আফসোস করেন। কিন্তু করার কিছু থাকে না। তবে সেই কথা মানতে রাজি নন ডালাসের বাসিন্দা আলফানসো ফ্লোরস। ২৮ বছরের মার্কিন এই যুবক বিশেষ এক অপারেশন করিয়ে নিজের উচ্চতা বাড়িয়ে নিয়েছেন ২ ইঞ্চি!

শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক, এটাই সত্যি। আলফানসোর সেই বারো বছর বয়স থেকেই ইচ্ছা, যদি নিজের উচ্চতা বাড়ানো যায়। অবশেষে এতদিনের ইচ্ছাকে সত্যি করে ৫ ফুট ১১ ইঞ্চি থেকে তিনি হয়ে গিয়েছেন ৬ ফুট ১ ইঞ্চি! আর তা করতে খরচও হয়েছে বিপুল। ৭৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬৪ লাখ টাকা!

কিন্তু কেন এমন শখ কেন হল তার? এক সাক্ষাৎকারে আলফানসোর জানান, ‘আমি জানি ৫ ফুট ১১ ইঞ্চি বেশ ভাল উচ্চতা। বহু লোকই এমন উচ্চতা পেলে খুশি হতো। কিন্তু আমার ইচ্ছে ছিল, যদি আরেকটু লম্বা হতাম।’ তার এমন আজব খেয়ালকে মোটেই প্রশ্রয় দেয়নি তার পরিবার ও বন্ধুবান্ধবরা। সকলেরই মত ছিল, কী দরকার খামোখা এমন কাণ্ড করার। কিন্তু আলফানসো তা শুনতে রাজি হননি! নিজের অ্যাথলেটিক ক্ষমতা বাড়ানোই এই ইচ্ছার পিছনে আসল কারণ। হার্ভার্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত লাস ভেগাসের অর্থোপেডিক সার্জন কেভিন দেবীপ্রসাদ করেছেন অপারেশনটি।

এক্স-রে নির্ভর এই অপারেশনে রোগীর পায়ে ছ’টি ফুটো করা হয়। তারপর সেই ফুটো দিয়ে একটি বিশেষ যন্ত্র প্রবেশ করিয়ে দেয়া হয়। সেই যন্ত্র আবার বাইরে থেকে রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। ওই যন্ত্রই শরীরের ভিতরে বাড়তে থাকে। তার ফলেই বেড়ে যায় উচ্চতা। ডক্টর দেবীপ্রসাদ জানিয়েছেন, চাইলে ২ ইঞ্চি কেন, আরও দৈর্য্যও বাড়ানো সম্ভব। তবে স্বাভাবিকভাবেই খরচ বাড়বে। সূত্র: ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন