শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভারতের উপহার দেয়া করোনার ভ্যাকসিন নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া

শাহেদ নুর | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ৭:২৯ পিএম

দেশে পৌঁছেছে ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ঢাকায় আসে ভ্যাকসিনের এই চালান। দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এই উপহার স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

ভারতের উপহার দেয়া করোনার এই ভ্যাকসিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা।

সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ তাঁর ফেইসবুক প্রোফাইলে লিখেন, ‘দেড় ডলারের টিকা ৪ ডলারে বিক্রি করার পর ২০ লক্ষ ডোজ উপহার দেয়া, বাংলাদেশের দোকানদারদের ৭০% দাম বেশি লিখে ৩০% মূল্য হ্রাস করে বিরাট মূল্য হ্রাসের ঘোষণার মতোই। কিম্বা শাড়ির দোকানে কোল্ড ড্রিংক্স আপ্যায়নের মতো ঘটনা।’

ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে খিতিশ মল্লিক লিখেন, ‘২০ লক্ষ করোনা ভ্যাকসিন উপহার হিসেবে দেয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক অনেক ধন্যবাদ এবং তাঁর দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং বাংলাদেশের জনগনের পাশে থাকেন।’

উদ্বেগ প্রকাশ করে মুহাম্মদ আরিফুল ইসলাম লিখেন, ‘দিল্লিতে এই ভ্যাকসিন গ্রহণে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানি না দেশের মানুষের কপালে কি আছে।’

আবদুল কুদ্দুস লিখেন, ‘উপহার নয়। মানব দেহে ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে। যদি ফলাফল ভাল হয়, তবে ভারতে সবার উপর প্রয়োগ করা হবে।’

মোহাম্মদ রোমান লিখেন, ‘আমি মনে করি, ওই টিকাগুলো আগে দেশের দুর্নীতিবাজদের শরীরে প্রয়োগ করা হোক। এতে করে ওরা বেঁচে থাকলে ভ্যাকসিন নিরাপদ
আর মরে গেলে দেশ নিরাপদ।’

‘মানুষ করোনাকে যতটা না ভয় পেয়েছে, তার চেয়ে বেশি ভয় পাচ্ছে করোনার ভ্যাকসিনকে।’ - এইচ এম হাবিবুল্লাহ মিসবাহর মন্তব্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোঃ আশরাফুল হক ২১ জানুয়ারি, ২০২১, ৯:৩৫ পিএম says : 0
করণা ভাইরাসের ভ্যাকসিন গুলো ভারত থেকে এসেছে সেই ভ্যাকসিন গুলো আগে সরকারি দলের এমপি-মন্ত্রী সরকারি কর্মকর্তাদের আগে দেওয়া উচিত আরেকটি কারণ হচ্ছে ভারত থেকে আসা ভ্যাকসিন যদি সাধারন মানুষকে ফ্রী দেওয়া হয় অনেকেই তো নেবে না আর যদি টাকা দিয়ে নিতে হয় তো আমার মনে হয় কেউ ভারতের ভ্যাকসিন তার শরীরে প্রয়োগ করবে যারা নিজেকে নিয়ে সামান্যতম ভাবে
Total Reply(0)
Shariful Islam ২২ জানুয়ারি, ২০২১, ৯:৪২ পিএম says : 0
ভারতীয় ভ্যাকসিন প্রথমে মন্ত্রীপরিষদ, আওয়ামীলীগ/ যুবলীগ/ ছাত্রলীগ নেতৃবৃন্দকে প্রদান করা হোক। ওরা বাঁচলে দেশের স্বাধীনতা বজায় থাকবে। নয়তো দেশ পাকিস্তানিদের দখলে চলে যাবে। আমরা পরে না হয় চায়নিজটাই পুশ করলাম।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন