৬ বছর পর ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন ‘তুমি আমার ঘুম’- গানখ্যাত শিল্পী টি ডব্লিউ সৈনিক। ‘ভালোবাসাই হারাই’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার রেজাউর রহমান রিজভী। গানটির সুর-সঙ্গীত করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক রাজন সাহা। ‘ভালোবাসাই হারাই’ গানটি প্রসঙ্গে টি ডব্লিউ সৈনিক বলেন, দীর্ঘ দিন পর কোন মৌলিক গান গাইলাম। দারুণ রোমান্টিক ও মেলোডিয়াস একটি গান। গানের কথা ও সুর দুটোই বেশ চমৎকার। আশা করি, গানটি শ্রোতাদের কাছে ভালো লাগবে। প্রসঙ্গত, ইবরার টিপুর কম্পোজিশনে ২০০৬ সালে টি ডব্লিউ সৈনিকের প্রথম অ্যালবাম ‘তুমি আমার ঘুম’ প্রকাশিত হয়। আর বাপ্পা মজুমদারের কম্পোজিশনে তার দ্বিতীয় ও সর্বশেষ অ্যালবাম ‘ঘুমের পর মেঘ’ প্রকাশিত হয় ২০১৫ সালে। অ্যালবামের যুগের অবসানের পর বর্তমানে প্রায় সব শিল্পীই তাদের গানের সিঙ্গেলস প্রকাশ করেন। সেই হিসেবে এটি টি ডব্লিউ সৈনিকের প্রথম সিঙ্গেল। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ‘ভালোবাসাই হারাই’ গানটির ভিডিও সহ স্টুডিও জয়ার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলেসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন