শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পদাতিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই নাটক

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

আগামী ২৩ জানুয়ারি পদাতিক নাট্য সংসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যা ৬ টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে দলটির আলোচিত প্রযোজনা ম্যাকবেথ ও গহনযাত্র। নাটক দুটির ৫০তম মঞ্চায়ন হবে। উইলিয়াম শেকসপিয়ার রচিত ম্যাকবেথ নাটকটি সৈয়দ শামসুল হকের অনুবাদ থেকে নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। একই দিনে মঞ্চায়িত হবে ‘গহনযাত্রা’। রুবাইয়াৎ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করছেন সৈয়দা শামছি আরা সায়েকা। এই ভূখন্ডের কোনো এক স্থানে জন্ম হয় উগ্রপন্থার। সেই উগ্রপন্থার অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধু একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য তারা চালায় ধ্বংসলীলা, হত্যা করে অগণিত মানুষ, ধর্ষিত হয় অসংখ্য নারী। এভাবে এগিয়ে যায় গল্প। ‘গহনযাত্রা’ পদাতিক নাট্য সংসদের ৩৯তম প্রযোজনা। ২০১৬ সালের ১১ জুলাই শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। এবার নাটকটির ৫০তম মঞ্চায়ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন