বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রত্যক্ষদর্শী প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তা দেয়ার নির্দেশ হাইকোর্টের

ম্যাজিস্ট্রেটকে এসপি আরাফাতের হুঙ্কার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচন চলাকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্থানীয় পুলিশ সুপারের (এসপি) দুর্ব্যবহারের প্রত্যক্ষদর্শী প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান আলীকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিনি স্থানীয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের ওপর শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বলেন, প্রিজাইডিং অফিসার নিরাপত্তা চেয়েছেন। আদালত আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এ কর্মকর্তা ও তার পরিবারের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন। কারণ, ভার্চুয়াল কোর্টে সংযুক্ত হয়ে শাহজাহান আলী এই মর্মে অভিযোগ করেছেন যে, গতকাল কিছু লোকজন এসে তাকে নিয়ে গিয়ে কিছু কাগজপত্রে সই নিয়েছেন। এর আগে ভেড়ামারা পৌরসভা নির্বাচন চলাকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের ঘটনায় গত ২০ জানুয়ারি বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ কুষ্টিয়ার এসপি এসএম তানভীর আরাফাতকে তলব করেন। আগামী ২৫ জানুয়ারি তাকে হাজির হতে বলা হয়েছে।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন