শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সান্তাহার রেল জংশনে উচ্ছেদ অভিযান

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে শহরের ঝুঁকিপূর্ণ এলাকা রেলক্রসিংয়ের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২ শতাধিক দোকান উচ্ছেদ করা হলেও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় এ অভিযান নিয়ে শহরে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৯ টারদিকে পশ্চিমাঞ্চলের বিভাগীয় ভ‚সম্পত্তি কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে রেলের গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্র্ণ রেলক্রসিং ও এর আশপাশ এলাকা থেকে প্রায় ২ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও শহরের অনেক এলাকায় অবৈধ স্থাপন রয়ে যাওয়ার ফলে লোক দেখানো এ উচ্ছেদ অভিযান নিয়ে গোটা শহর জুড়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযানে জিআরপি পুলিশ, আরএনবি, এসএসএ/ইএসএসও কর্মকর্তাসহ প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন