শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লাইভে এসে কাদেরকে হুমকি দিলেন এমপি একরামুল, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ৪:০৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। লাইভে আসার কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। পরে তার বক্তব্য নিয়ে প্রতিবাদ শুরু হলে তাৎক্ষণিক ফেসবুক আইডি থেকে তিনি ভিডিওটি সরিয়ে নেন।

এমপি একরামুল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এসময় তিনি ওবায়দুল কাদরেকে ‘রাজাকার পরিবারের সদস্য’ মন্তব্য করে হুমকি দেন।

২৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে তিনি বলেন, ‘দেশী মানুষ, আসসালামু আইলাইকুম। আজ আমি কথা বললে মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে এসেছে। তার ভাই শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে আরো কথা বলবো।আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করবো।’’

এদিকে ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। ফেসবুক ব্যবহারকারী আলমগীর হোসাইন লিখেছেন, ‘‘অহেতুক যাকে তাকে রাজাকার বলা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা উচিত।’’

আর আফশারী শেহান লিখেছেন, ‘‘খেলা হবে, জমে ওঠেছে মাঠ। আওয়ামী লীগের ভিতরে এখন খেলা হবে, দর্শক টিকিট ছাড়া মাঠে খেলা দেখতে পারবেন। ফেসবুকের সঙ্গে থাকুন।’’

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী এবং ওবায়েদুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ নিজ দলের একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অনিয়ম, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন