বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় ৫০ হাজার পিস করোনার টিকা আসছে

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ৬:৩৭ পিএম

আগামী সপ্তাহে নওগাঁয় প্রায় ৫০ হাজার পিস করোনার টিকা আসছে। সম্প্রতি ভারত সরকারের দেয়া করোনা প্রতিষেধক টিকার মধ্য থেকে নওগাঁর ১১ উপজেলায় দেয়ার জন্য এসব আসছে।

শুক্রবার সকালে নওগাঁর সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ এ তথ্য জানিয়ে বলেন, ‘ইতিমধ্যে টিকা সংরক্ষণের জন্য দুটি ঘর প্রস্তুত করা হয়েছে। এছাড়া অগ্রাধিকারের ভিত্তিতে কারা আগে টিকা পাবে সে তালিকা প্রস্তুতের কাজও চলছে।’

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক ও নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, মুক্তিযোদ্ধা ও বয়স্করা অন্যতম। পরবর্তী ধাপে অন্য শ্রেণি পেশার মানুষদেরও টিকা দেয়া হবে।’

নওগাঁয় টিকা আসার খবরে সংশ্লিষ্টদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন