বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আজ ‘পরাক্রম দিবসে’ এক মঞ্চে থাকতে পারেন মোদি-মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আজ পরাক্রম দিবস উদযাপনে বঙ্গ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন নেতাজির। তাই আজ দেশব্যাপী পরাক্রম দিবস উদযাপিত হবে। সেই দিবসের অংশ হিসেবে নরেন্দ্র মোদির কলকাতা সফর। এমনটাই পিএমও সূত্রে খবর। জানা গেছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে। আজ আসাম থেকে কলকাতায় নামবেন প্রধানমন্ত্রী। সে রাজ্যের শিবসাগর জেলায় প্রায় এক লাখ পাট্টা বিলি করবেন তিনি। বৃহস্পতিবার জানিয়েছে, প্রধানমন্ত্রীর দফতর। যদিও, প্রধানমন্ত্রীর এই বঙ্গ-আসাম সফরে রাজনীতি দেখছেন বিশ্লেষকরা। মাস ঘুরলেই ঘোষণা হতে পারে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। তার আগে এ সফরে তাৎপর্য খুঁজছেন তারা। জানা গেছে, একাধিক কর্মসূচি নিয়ে ঝটিকা সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। ভিক্টোরিয়া মেমোরিয়ালে সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা করবেন তিনি। থাকবেন নেতাজির উপর হওয়া স্থায়ী প্রজেকশন প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে। দর্শকাসনে বসে চাক্ষুষ করবেন ‘আমরা নতুন যৌবনের দূত’ সাংস্কৃতিক অনুষ্ঠান। ন্যাশনাল লাইব্রেরিতে সুভাষচন্দ্র বসুর উপর আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে অংশ নেবেন তিনি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন