বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

শাহিন থ্রি মিসাইলের সফল পরীক্ষা করল পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তানের শাহিন থ্রি মিসাইল নিয়ে কাজ চলছে আগেই জানা গিয়েছিল। এবার তার সফল উৎক্ষেপণ করল পাকিস্তান। পাক সেনাবাহিনীর প্রেস উইংয়ের তরফে অবশ্য জানানো হয়েছে এই মিসাইল পরীক্ষা কোনও দেশকে কোনও বার্তা দেওয়ার জন্য নয়। সিস্টেমের বিভিন্ন নকশা এবং প্রযুক্তিগত মান কোন জায়গায় রয়েছে তা দেখার জন্যই পরীক্ষা করা হয়েছে। ২৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। পাকিস্তানের হাতে থাকা সর্বোচ্চ পর্যায়ের মিসাইল এই শাহিন।এই মিসাইল পরীক্ষার পর পাক বাহিনীর স্টাফ কমিটির যৌথ প্রধান জানিয়েছেন পাকিস্তান শান্তিতে বিশ্বাস করে। কিন্তু পাকিস্তানের সার্বভৌমত্ব খন্ডিত হলে জবাব দিতেও জানে। যদিও এই শাহিন থ্রি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম কিনা জানায়নি পাকিস্তান। তবে অতীতে পাকিস্তানের পরমাণু প্রোগ্রামের প্রধান হিসেবে থাকা খালিদ কিদওয়াই দাবি করেছিলেন এই মিসাইল পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম, ভারতের আন্দামান এবং লক্ষদ্বীপ পর্যন্ত তা আঘাত করতে পারে। তবে ভারত এবং পাকিস্তান নিজের মধ্যে থাকা চুক্তি অনুযায়ী মিসাইল পরীক্ষা করলে একে অপরকে আগাম বার্তা দেয়। জানা গিয়েছে এই মিসাইল পরীক্ষা হয়েছে আরব সাগরে। রাষ্ট্রপতি আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খান মিসাইলের সফল পরীক্ষার জন্য সামরিক বাহিনী এবং বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভারত ভাল করেই জানে শাহিন ছাড়াও ঘাওরি, বাবর, ঘাজনভি, নাসার,আবদালি মিসাইল রয়েছে পাকিস্তানের হাতে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
MD.BORATUZZAMAN ২৩ জানুয়ারি, ২০২১, ১:০৫ পিএম says : 0
Good
Total Reply(0)
Asif Ud Daulah ২৩ জানুয়ারি, ২০২১, ৫:২৮ পিএম says : 0
Very good news
Total Reply(0)
মানারাত ২৩ জানুয়ারি, ২০২১, ৫:২৯ পিএম says : 0
পাকিস্তানের জন্য শুভ কামনা।
Total Reply(0)
Shahin ২৪ জানুয়ারি, ২০২১, ৫:১১ পিএম says : 0
আল্লাহুআকবার
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন