বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সেরামের আগুনে নষ্ট বিসিজি রোটাভাইরাসসহ একাধিক ভ্যাকসিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

পুনেতে সেরাম ইনস্টিটিউটে অগ্নিকান্ডের জেরে কোভিশিল্ড সুরক্ষিত থাকলেও বড় ক্ষতি হয়েছে অন্যান্য ভ্যাকসিনের। সেরামে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন এসআইআই-এর সিইও আদর পুনাওয়াল্লা জানান, “আমি কথা বলার পরিস্থিতিতে নেই। এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিসিজি, রোটাভাইরাস ভ্যাকসিন, প্রচুর পণ্য আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে ভারতের বাইরে রয়েছেন আদর পুনাওয়াল্লা। বৃহস্পতিবার বিকেলে এসআইআইয়ের প্লান্টে বিশেষ নির্মাণাধীন ভবনের একটিতে এই দুর্ঘটনা ঘটে। পুনাওয়ালা বলেন, ভবনের কয়েকটি তল আগুনে পুড়ে গেছে। তিনি সমস্ত সরকার এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য টুইটারে লেখেন এই দুর্ঘটনা কোভিড -১৯ কোভিড ভ্যাকসিন-এর উৎপাদনকে প্রভাবিত করবে না, কারণ সেটি একাধিক ভবন রাখা হয়েছে। এসআইআই এ জাতীয় সংকট মোকাবেলার জন্য প্রস্তুত। এসআইআইয়ের চেয়ারম্যান ও পরিচালক ডাঃ সাইরাস পুনাওয়ালা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, এটি ছিল একটি নতুন ভবন। বিসিজি এবং রোটাভাইরাস ভ্যাকসিন অতিরিক্ত পরিমাণে উৎপাদন করার জন্য এই সুবিধাটি নির্মিত হয়েছিল। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন