শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পোর্টল্যান্ডে সহিংসতা ট্রাম্পপন্থীদের গ্রেফতার ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন শপথ নেয়ার পর রাতে পোর্টল্যান্ডে বিক্ষোভ করেন ট্রাম্প সমর্থকরা। এ সময় সহিংসতার ঘটনাও ঘটে। এ ঘটনায় ইতিমধ্যে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে হাঙ্গামা হতে পারে বলে আগে থেকেই আশঙ্কা ছিল। ওয়াশিংটনে কঠোর নিরাপত্তা জারি করার কারণে সেখানে বিক্ষোভ না হলেও সেই আশঙ্কা সত্য হলো পোর্টল্যান্ডে। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর পোর্টল্যান্ডে প্রথমে বেশ কিছু বিক্ষোভকারী জমায়েত হন, মিছিল করেন, তারপর শুরু হয় সহিংস বিক্ষোভ। বিক্ষোভকারীদের হাতে ধরা বিভিন্ন পোস্টার থেকেই বোঝা যাচ্ছিল, তারা কী চান, কার সমর্থক। তারা যে সহিংসতায় বিশ্বাসী, সে কথাও গোপন করেননি। বিক্ষোভকারীরা প্রথমে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট(আইসিই) অফিসের কাছে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। মিছিলও করে। সেখানে বিক্ষোভকারীদের সামলানোর জন্য ছিলো কড়া প্রহরা। সেখান থেকে ডেমোক্র্যাটদের অফিসে তান্ডব চালায় বিক্ষোভকারীরা। কাচ ভাঙা হয়। কালি লাগিয়ে দেয়া হয় নামফলকে। দরজা লাথি মেরে ভাঙার চেষ্টা হয়েছে। সহিংস বিক্ষোভের মোকাবিলায় পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ধোঁয়ায় ভরে যায় চারপাশ। বিক্ষোভকারীরা তৈরি ছিল। তারাও সেই শেল লাথি মেরে পাঠিয়ে দেয় পুলিশের দিকে। সূত্র : ফক্স নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন