শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এশিয়ান শুটিংয়ে পদকজয়ীদের জন্য অর্থ পুরস্কার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

এশিয়ান অনলাইন শুটিং প্রতিযোগিতায় পদকজয়ী শুটাররা অর্থ পুরস্কার পাবেন। আর তা দেবে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান শুটিং ফেডারেশন (এএসএফ) আয়োজিত অনলাইন শুটিং প্রতিযোগিতা। এএসএফ এই টুর্নামেন্টের উদ্যোক্তা হওয়ায় টুর্নামেন্টে এশিয়ার শুটিংয়ে শীর্ষ দেশগুলো অংশগ্রহণ করবে। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় খেলবেন দেশসেরা শুটার আবদুল্লাহ হেল বাকী, আতকিয়া হাসান দিশা ও শাকিল আহমেদরা। এই প্রতিযোগিতায় অংশ নেয়া পদকজয়ী লাল-সবুজের শুটারদের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। গতকাল ফেডারেশনের বিশ্বস্ত সুত্র জানায়, প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণ জয়ীরা পাবেন তিন লাখ। রৌপ্যপদক জয়ীদের দেয়া হবে দু’লাখ এবং ব্রোঞ্জ জয়ীরা পাবেন এক লাখ টাকা করে। এশিয়ান অনলাইন শুটিং প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল এবং ১০ মিটার পিস্তল দু’ডিসিপ্লিনেই পুরুষ ও নারী সব বিভাগেই অংশ নেবেন বাংলাদেশের ১২জন শুটার। ১৬ জনকে নিযে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এদের মধ্য থেকে চূড়ান্ত দলের জন্য ১২ জনকে আগামীকাল বাছাই করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন