বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেপ্টেম্বরেই সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আগের নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই ঢাকার মাঠে গড়াবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের সর্বশেষ সভায় টুর্নামেন্টের তারিখ নির্ধারণ হয়েছে ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সেপ্টেম্বরেই তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। এই গেমসে ফুটবল দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তাদের এমন সিদ্ধান্তের ফলে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, সেপ্টেম্বরের পরে সাফ চ্যাম্পিয়নশিপ করার সুযোগ নেই। যদি করোনা পরিস্থিতি বেশি খারাপ না হয় তবে পূর্ব নির্ধারিত তারিখেই মাঠে গড়াবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের পরে সাফ চ্যাম্পিয়নশিপ করার সুযোগ নেই আমাদের। কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) পরবর্তী আসর অক্টোবরে শুরু করবে। তাদের এই লিগ চলবে ৮ মাস। তাই সেপ্টেম্বরেই আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ করতে হবে।’

ইসলামিক সলিডারিটি গেমস ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চললেও এতে তেমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন হেলাল। তার কথায়,‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেয় শুধুমাত্র বাংলাদেশ ও পাকিস্তান। তাই আমি মনে করি না যে, এই গেমস সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কোনো সমস্যার কারণ হবে। আমি বিষয়টি নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে কথা বলেছি।’ বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ গতকাল বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে জাতীয় দল। ইসলামিক সলিডারিটি গেমসে আমরা অলিম্পিক দল (অনূর্ধ্ব-২৩) পাঠাবো। এই গেমসের ফুটবল ডিসিপ্লিনে আমরা দল পাঠালেও সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কোনো সমস্যা হবে না। সাফ সম্পাদকের সঙ্গে কথা বলে আমরা শিঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন