শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিমদের সংখ্যা বাড়লেও কবরস্থান সঙ্কট প্রকট জাপানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। নানা সমস্যা থাকার পরও সেই জাপানে উল্লেখযোগ্য হারে মুসলিমদের সংখ্যা বাড়ছে। প্রায় প্রতিদিনই দেশটিতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করছেন। এর ফলে গত এক দশকে দেশটিতে মুসলিমের দ্বিগুণের বেশি হয়েছে। বর্তমানে জাপানে মুসলিমদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কবরস্থান। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের তানাদা হিরোফুমির বরাত দিয়ে দ্য ইকোনোমিস্ট জানিয়েছে, গত ১০ বছরে জাপানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। ২০১০ সালের এক পরিসংখ্যানে বলা হয়েছে, জাপানে ১ লাখ ১০ হাজার মুসলিম ছিল। তবে ২০১৯ সালের শেষ নাগাদ সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ লাখ। এই এক দশকে জাপানের উল্লেখযোগ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করায় দেশটিতে মুসলিমের সংখ্যা বেড়েছে। পরিসংখ্যানে বলা হচ্ছে যে, গত ১০ বছরে ৫০ হাজার জাপানি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুসলিমদের সংখ্যা বাড়তে থাকায় জাপানে আরও বেশি মসজিদ, ইবাদতের স্থান এবং হালাল খাবারের দোকান স্থাপন করা হচ্ছে। রিটসুমেইকান এশিয়া-প্যাসিফিক ইউনিভার্সিটির (এপিইউ) একজন অধ্যাপক এবং বেপ্পু মুসলিম অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রধান মুহাম্মদ তাহির আব্বাস খান বলেছেন, জাপানে এখন ১১০টি মসজিদ রয়েছে। দিন দিন মসজিদের সংখ্যা বাড়লেও কবরের স্থান নিয়ে এখনও জাপানের মুসলিমদের উদ্বেগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। জাপানের প্রায় ৯৯ শতাংশ মানুষকে দাহ করা হয়। কিন্তু ইসলামে মৃতদেহ দাহ করা নিষেধ। এমতাবস্থায় এটা একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। আব্বাস খান বলেন, যদি আজ আমার মৃত্যু হয়, তাহলে আমাকে দাফন করা হবে কিনা আমি জানি না। তবে কবরস্থানের জন্য প্রায় এক দশক ধরে অর্থ উত্তোলন করছে বিএমএ। কিন্তু কবরের জন্য জায়গা নির্ধারণের পর স্থানীয়রা এর বিরোধিতা করেছে। তারা বলছে, কবরস্থান থাকলে তারা নিশ্চিতে পানি পান করতে পারবেন না। ইকোনোমিস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
সারোয়ার হোসেন ২৪ জানুয়ারি, ২০২১, ২:৩৪ এএম says : 0
আলহামদুলিল্লাহ দক্ষিণ করিয়াতেও অনেক মুসলিম হচ্ছে
Total Reply(0)
Ashraful Islam ২৪ জানুয়ারি, ২০২১, ২:৩৫ এএম says : 0
মাশাল্লাহ পৃথিবীতে এরকম ভাবে মুসলমান বাড়বেই ইনশাআল্লাহ
Total Reply(0)
Azad Hasan ২৪ জানুয়ারি, ২০২১, ২:৩৬ এএম says : 0
আলহামদুলিল্লাহ্ সবাই সঠিক পথে আসতেছে
Total Reply(0)
তানবীর ২৪ জানুয়ারি, ২০২১, ২:৩৮ এএম says : 0
আশা করি কবরস্থানেরও ব্যবস্থা হয়ে যাবে
Total Reply(0)
Rafique Mohammad ২৪ জানুয়ারি, ২০২১, ২:৩৯ এএম says : 0
মাশাল্লাহ পৃথিবীতে এরকম ভাবে মুসলমান বাড়বেই ইনশাআল্লাহ
Total Reply(0)
Md Faruque Ahmed ২৪ জানুয়ারি, ২০২১, ২:৪০ এএম says : 0
পৃথিবী ব্যাপী মুসলমানরা যত বেশি নির্যাতিত হবে,ভিন্নধর্মীরা ইসলামের প্রতি তত বেশি আকৃষ্ট হবে।
Total Reply(0)
ওমর ফারুক ২৪ জানুয়ারি, ২০২১, ৬:৫৪ এএম says : 0
ইসলামকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন