বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গ্রিন-পুকোভস্কিরা প্রাইমারি স্কুলের ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দীর্ঘ ৩২ বছর ধরে ব্রিসবেনে অপ্রিতরোধ্য ছিল অস্ট্রেলিয়া। সেই ব্রিসবেনের গ্যাবায় একদম অনভিজ্ঞ ভারতের কাছে হারের পাশাপাশি সিরিজও খোঁয়াতে হয়েছে অজিদের। এরপর থেকেই চলছে অস্ট্রেলিয়ার মুন্ডুপাত। ক্রিকেটবোদ্ধারা যেমন ভারতকে তাদের ক্রিকেট কাঠামো নিয়ে প্রশাংসার বানে ভাসিয়ে দিচ্ছেন তেমনি অস্ট্রেলিয়ার ক্রিকেট কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন গ্রেগ চ্যাপেলও দেশটির ক্রিকেট কাঠামোর কঠোর সমালোচনায় লিপ্ত হলেন। তার মতে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটাররা ভারতীয় তরুণদের কাছে দুর্বল যোদ্ধা। এমনকি অভিজ্ঞতার দিক দিয়ে শেফিড শিল্ডে রেকর্ডধারী তরুণ ক্রিকেটার উইল পুকোভস্কি কিংবা ক্যামেরুন গ্রিনরা এখনো প্রাইমারি স্কুলের পড়ে আছে বলে মনে করেন তিনি, ‘ভারতীয়রা অনূর্ধ্ব-১৬ পর্যায় থেকেই সব ধাপে চ্যালেঞ্জিং ক্রিকেট খেলে বেড়ে ওঠে, তাদের তুলনায় আমাদের তরুণ ক্রিকেটাররা দুর্বল। একজন ভারতীয় ক্রিকেটার যখন জাতীয় দলে পা রাখে, ততদিনে সে যাবতীয় সবকিছু শিখে আসে, প্রস্তুত হয়ে আসে। তাই জাতীয় দলে তার সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। সেই তুলনার অভিজ্ঞতার দিক থেকে আমাদের উইল পুকোভস্কি, ক্যামেরন গ্রিনরা এখনও প্রাইমারি স্কুলেই পড়ে আছে।’
শুধু তাই নয় চ্যাপেল মনে করেন ভারতের ক্রিকেট কাঠামো এতটাই সমৃদ্ধ যে তাদের যুব দল অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির কোন দলকে অনায়াসেই হারিয়ে দেয়ার সামর্থ্য রাখে। তার মতে এক ভারত থেকেই বিশ্বের সেরা ৫ দল গঠন করা সম্ভব, ‘ভারতের যুব দলগুলি আমাদের কয়েকটি প্রথম শ্রেণির দলকেও হারিয়ে দিতে পারে। বিভিন্ন পর্যায়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে তারা আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নিতে শিখে। তাদের যে গভীরতা, বিশ্বের সেরা ৫টি দল গড়ার সামর্থ্য তাদের আছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন