নোয়াখালী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন (বাফুফে) এর নবনির্বাচিত সদস্য আবদুর ওয়াদুদ পিন্টু সমর্থনে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সবস্তরের জনগণকে নিয়ে এক মতবিনিময় সভা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
এতে বক্তব্য রাখেন মাইজদী শহর আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন (বাফুফে) এর নবনির্বাচিত সদস্য আবদুর ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএএসসি, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট আলতাফ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্র, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবসহ আরো অনেকে।
বক্তারা আবদুল ওয়াদুদ পিন্টুকে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা উল্লেখ করে বলেন, দলের দুঃসময়ে তার ভূমিকা ছিল সর্বাগ্রে। আন্দোলন, সংগ্রামে রাজপথের এই ত্যাগী নেতাকে আসন্ন পৌর নির্বাচনে দলীয় মনোনায়ন প্রদান করা হলে দলের কার্যক্রম আরো বেগবান হবে এবং তার অবদানকে সঠিক মূল্যায়ন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন