শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুড়িগ্রামের রাজারহাট সদর বাজারে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রোববার দুপুরে উপজেলা সদর বণিক সমিতি আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জান মো. আবুনূর, চাল ব্যবসায়ীর সমিতি রহমত উল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।
জানা যায়, গত ১৯ জানুয়ারি বিকালে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নূরে তাসনিমের নেতৃত্বে চাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৩ জন ব্যবসায়ীর দোকানে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে তাদেরকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এ সময় কিছু ব্যবসায়ী একত্রিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধা প্রদান করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় পরের দিন ২০ জানুয়ারি কুড়িগ্রাম পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা মোসা. রওশন আরা বেগম বাদী হয়ে সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে চাল ব্যবসায়ী কমল চন্দ্র মহন্ত, পুতুল রায় এবং আবুল কালামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা সদর বণিক সমিতি উদ্যোগে গত শুক্রবার থেকে লাগাতার সকাল-সন্ধ্যা দোকান বন্ধসহ আন্দোলনের কর্মসূচি পালন করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন