শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পেনশন সহজীকরণ ও ফান্ড ব্যবস্থাপনায় নতুন কার্যালয় উদ্বোধন

আইএসপিআর | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

প্রতিরক্ষা খাতের পেনশনারদের মাসিক পেনশন Electronic Fund Transfer (EFT) এর মাধ্যমে প্রদান এবং ফান্ড ব্যবস্থাপনায় জন্য চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়ের উদ্বোধন রোববার ঢাকা সেনানিবাসস্থ পুরাতন সদর দপ্তর লগ এরিয়া ভবনে অনুষ্ঠিত হয়। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স নূরুল ইসলাম উক্ত কার্যালয় উদ্বোধন করেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রতিরক্ষা খাতের পেনশনাদের জন্য এটি একটি উপহার। নতুন চালু হওয়া এ অফিসের মাধ্যমে তারা খুব সহজেই সেবা পাবেন। তিনি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর এ অফিসের সফলতা কামনা করেন ।

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় মুজিব শতবর্ষে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এর কার্যালয় তথা প্রতিরক্ষা অর্থ বিভাগে প্রতিরক্ষা খাতের সম্মানিত পেনশনারদের ব্যাংক একাউন্টে EFT এর মাধ্যমে শতভাগ পেনশন প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। পেনশন সেবা অধিকতর সহজীকরণের উগ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রণালয় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এর আওতাধীন প্রতিরক্ষা খাতের সম্মানিত পেনশনারদের মাসিক পেনশন EFT করণ এবং ফান্ড ম্যানেজমেন্টের নিমিত্ত চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়ের অনুমোদন প্রদান করে। উক্ত অনুষ্ঠানে সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিরক্ষা অর্থ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। -আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন