মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরীয় যুদ্ধ বন্ধের চুক্তিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-রাশিয়া

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার যুদ্ধ বন্ধে কোনো চুক্তি করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। বৈঠক শেষে জানানো হয়, কোনো চুক্তি ঘোষণার আগে কিছু বিষয় সমাধান করা প্রয়োজন। গত শুক্রবার জেনেভায় নয় ঘণ্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এতে জানানো হয়, পরবর্তী সময়ে অনুষ্ঠিত কোনো বৈঠকে বিস্তারিত বিষয়গুলোর চূড়ান্ত করার চেষ্টা করবে দুই পক্ষ। সংবাদ সম্মেলনে জন কেরি বলেন, লাভরভের সঙ্গে আলোচনায় সামনে এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার হয়েছে। সিরিয়ায় বিরোধ দূর এবং মানবিক সহায়তা বাড়ানোর পরিকল্পনা আগামী বছর ফেব্রুয়ারিতে কীভাবে করা হবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
জন কেরি বলেন, শুধু চুক্তির খাতিরে কোনো চুক্তি করতে রাজি নই আমরা। এমন কিছু আমরা করতে চাই যা কার্যকর হবে এবং সিরীয় জনগণের জন্য কাজ করবে। আর এই অঞ্চলকে নিরাপদ ও শান্ত করবে এবং এর মাধ্যমে রাজনৈতিক আলোচনার পথ পাওয়া যাবে। সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। শরণার্থী হয়েছে কয়েক লাখ মানুষ। সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির বাশার আল আসাদ সরকারের পক্ষ নিয়েছে রাশিয়ায়। সিরিয়ায় জিহাদি সংগঠন আইএসের ওপর হামলা চালাচ্ছে তারা। আল-জাজিরা, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন