শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় নদীর তীর দখল করে গড়ে উঠা অন্তত ৩০টিরও অধিক পাকা ভবনসহ ছোট বড় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ’র নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের উপস্থিতে বিপুল পরিমাণ পুলিশ ও বিআইডব্লিউটিএ’র নিরাপত্তা বাহীনি এ অভিযান পরিচালনা করেন।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও আশুগঞ্জ নদী বন্দরের কর্মকতা শহিদ উল্লাহ জানান, বার বার নিষেধ করার পরও নদী দখল ও দূষণ কমছে না। তাই নদীটিকে রক্ষায় বিআইডব্লিউটিএ গত রোববার থেকে দু’দিনব্যাপী অভিযান চালান। এ অভিযানে এখন ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, গত রোববার দিনব্যাপী বিআইডব্লিউটিএ পরিচালিত অভিযানে মেঘনা নদীর তীরে দখল করে গড়ে উঠা ৭০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন