বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কর্তৃত্বহীন সিটি কর্পোরেশন

মাহমুদুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

গণতান্ত্রিক সরকারের আবরণে স্থানীয় সরকারের টুঁটি চেপে ধরা হয়েছে বলে মন্তব্য করেছেন চসিকের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে কর্তৃত্বহীন সিটি কর্পোরেশনের ব্যয়বহুল এবং জটিল এ নির্বাচনের আদৌ কোন প্রয়োজন আছে কি? গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জাতীয় পার্টির সময়ে তিনি মেয়র থাকাকালে সেবা সংস্থাগুলোর প্রধানরা তার অধীনে ছিলেন। বন্দর, ওয়াসা, পিডিবিসহ সব সংস্থার শীর্ষ কর্মকর্তারা অফিসিয়াল কমিশনার হিসেবে কর্পোরেশন সভায় যোগ দিতেন এবং জবাবদিহিতা করতেন। 

১৯৯৩ সালে বিএনপির সময়ে অফিশিয়াল কমিশনার পদগুলো বিলুপ্ত করে আইন প্রণয়ন করা হয়। মূলত সেই থেকেই মেয়রের আইনগত কর্তৃত্ব নগর সমন্বয় করা তথা নগর সরকার বা সিটি গভর্নমেন্টের বিলুপ্তি সাধন হয়। পরবর্তীতে বিভিন্ন সময় সিটি করপোরেশন আইন সংশোধন হলেও অফিশিয়াল কমিশনার পদ সৃষ্টি হয়নি। তিনি সিটি কর্পোরেশনকে কার্যকর করতে আইন পরিবর্তনের দাবি জানান। সংবাদ সম্মেলনে সাবেক কমিশনার হাবিবুর রহমান, অ্যাডভোকেট মো. সেলিম ও লিটন গুহ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন