শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আবৃত্তি একাডেমির নাটক শাজাহান মঞ্চায়িত

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘আবৃত্তি একাডেমি’ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে মঞ্চায়ন করে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক ‘শাজাহান’। দ্বিজেন্দ্রলাল রায়ের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মৃন্ময় মিজান। একাডেমির ১৬ জন আবৃত্তিশিল্পী এতে অংশগ্রহণ করেন। আবৃত্তি একাডেমির ১৯তম প্রযোজনা এই নাটকটির এটি দ্বিতীয় মঞ্চায়ন। এতে শাজাহান চরিত্রে অভিনয় করেনÑ মৃন্ময় মিজান, দারা চরিত্রে কামরুল ইসলাম জুয়েল, আওরঙ্গজেব-হাবিবুর রহমান সোহন, মুরাদ-মনজুর হোসাইন, সুজা-তাজুল ইসলাম তপন, জয়সিংহ-অনিক হোসাইন, দিলীর খাঁÑ আব্দুর রহমান, মোহাম্মদ-আবু বকর দাউদ তুহিন, যশোবন্ত সিংÑ মাহবুবুর রহমান, দিলদারÑ হাসানুল বান্না, সিপারÑ মেহেদি হাসান, জাহানারাÑ দিলসাদ জাহান পিউলি, পেয়ারাÑ সারমিন ইসলাম জুঁই, নাদিরাÑ হিমাদ্রি মোর্শেদ, জহরৎÑ আরমিনা বেগম নিম্মি ও মহামায়া চরিত্রেÑ সোনিয়া পিংকি অভিনয় করেন। আবৃত্তি একাডেমির দুই দিনব্যাপী অনুষ্ঠানে গত শনিবার অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান। আবৃত্তি একাডেমির কর্মশালার ২৬ ও ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত। সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় আবৃত্তি প্রযোজনা ‘একদিন খুঁজেছিনু যারে’। কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে তৈরি প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন দিলসাদ জাহান। এটি আবৃত্তি একাডেমির ৪৯তম প্রযোজনা। অনুষ্ঠানের সমন্বয়ক ও দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, আমরা আবৃত্তিকে প্রাতিষ্ঠানিকরূপে দেখতে চাই। শিল্প হিসেবে নাটক, গান ও নৃত্যের যেমন একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, আবৃত্তির সেরকম নেই। আমরা চাই, সহশিক্ষা হিসেবে শিক্ষা কারিকুলামেও আবৃত্তিকে যুক্ত করা হোক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন