শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় তারকাদের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ২:৫২ পিএম

আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। এ উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিমের পক্ষে ভোট চাইতে রোববার (২৪ জানুয়ারি) আকাশপথে চট্টগ্রাম ছুটে গিয়েছিলেন শোবিজের একঝাঁক তারকা।

তাদের মধ্যে ছিলেন চিত্রনায়ক রিয়াজ, সায়মন সাদিক, মীর সাব্বির, চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি ও বিজরী বরকতুল্লাহ।

প্রচারণায় অংশ নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চিটাগাংবাসীর জন্য দু’হাত ভরে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয় নি। মনে হয়েছে ইউরোপের রাস্তা ..... ’

বিমানযোগে চট্টগ্রাম এসে রাস্তা নিয়ে এমন মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন তারকারা।

সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ বক্তব্যের ভিডিওটি শেয়ার করে লিখেন, ‘জীবনে অভিজ্ঞতার কোন শেষ নেই। ধর্ষণ যেমন একটা অভিজ্ঞতা। তেমনি প্লেনে চড়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যাওয়াও একটা অভিজ্ঞতা। কলিকালে আরো কত অভিজ্ঞতা যে হবে!’

শামসুজ্জামান নাঈম লিখেন, ‘‘কইলেই কইবেন কইছি’ বিমানযোগে চট্টগ্রাম নামিয়া নায়ক রিয়াজ কহিলেন- এ রাস্তা ইউরোপ আম্রিকার।’

‘অন্যদেশের সাথে তুলনা করতে হবে কেন? আমাদের দেশে যা আছে , আলহামদুলিল্লাহ। তেলবাজির একটা লিমিট থাকা দরকার।’ - এমডি আনোয়ার শেখের মন্তব্য।

জিশাদ ফরহাদ লিখেন, ‘কিন্তু উনি তো বিমান করে চট্রগ্রাম গিয়েছিলেন। তাহলে ইউরোপ এর মতন রাস্তা দেখলেন কীভাবে? ভাই তেল মারার একটা লিমিট থাকা দরকার।’

উপহাস করে মাসুদ লিখেন, ‘তেল আমদানিতে শীর্ষে আমেরিকা, তেল রপ্তানিতে শীর্ষে সৌদি আরব, আর তেল মারতে শীর্ষে আমার সোনার বাংলাদেশ !’

শাহেদুল সাবিনা লিখেন, ‘কি আর করবেন ভাই, সিনেমা এখন আর দেখে না। তাই তেলবাজির কাজটা ধইরা রাখেন। কেননা ব্যারিস্টার সুমন ভাইও এই কাজে ভাল ফল পেয়েছে।’

রেজাউল করিম লিখেন, ‘কি আর করার। তাদের সিনেমা এখন আর মানুষ দেখে না। তাই এসব করেই তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে!’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Shihab Elahi ২৬ জানুয়ারি, ২০২১, ৬:৩৮ পিএম says : 0
সব ....রা ..., আকাশে উড়ে যদি নিচের খবর জানা যায় তাহলে স্যাটেলাইটের মাধ্যমে কবরের খবর নেওয়া যাবে নাহ!!!
Total Reply(0)
MOHAMMED+ISMAIL+KABIR+AHMED ২৭ জানুয়ারি, ২০২১, ১২:০৮ পিএম says : 0
cakri na thakle cakrir bebosta kore debo tel mer nije nost korio na
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন