বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে

সাংবাদিকদের দোরাইস্বামী

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

খুব শিগগিরই ট্যুরিস্টদের জন্য ভারতীয় ভিসা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। গতকাল মঙ্গলবার হাইকমিশনে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দোরাইস্বামী।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতে টিকা দেওয়ার মাধ্যমে কোভিড -১৯ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছে। আশা করি শিগগিরই আমরা সত্যিই এটি শুরু করতে চাই। বাংলাদেশ ও ভারতে টিকা দেওয়ার ক্ষেত্রে মানুষের আরও আস্থা বাড়বে।

দোরাইস্বামী বলেন, তারা বিশ্বাস করে যে ভারত এবং বাংলাদেশকে অবশ্যই এক সাথে অগ্রগতি করতে হবে ও কোভিড -১৯ পরিস্থিতি চলাকালীন তারা তাদের প্রতিবেশী বিশেষত বাংলাদেশের সাথে যতটা সম্ভব নিবিড়ভাবে কাজ করেছে। এই কারণেই, উপহার হিসেবে এবং বাণিজ্যিকভাবে উভয় সংগ্রহের মাধ্যমে ভারত থেকে ভ্যাকসিন গ্রহণকারী প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শ্রী সুমন কুমার হালদার ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩১ পিএম says : 0
আমরাও চাই যে ভারত বাংলাদেশ মিলে করনা ভাইরাজ শেষ করে দিক টিকা দিয়ে তবেই টু্রিস্ট ভিসা পাবো আমরা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন