শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তামিমদের সাফল্যে উজ্জ্বীবিত জাহানারাও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দশ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও দারুণ হয়েছে টাইগার ক্রিকেটারদের। সফররত ক্যারিবিয়ানদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সাকিব-তামিমদের দুর্দান্ত পারফরম্যান্সের অনুপ্রাণিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য জাহানারা আলমের বিশ্বাস, তারা যখন আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করবে, তখন তারাও দারুণ পারফর্ম করবে।
করোনা পরবর্তী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট মাঠে চলছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের আনুষ্ঠানিক অনুশীলন। জাতীয় দলের ২৯ জন নারী ক্রিকেটারকে নিয়ে এ অনুশীলন ক্যাম্প শুরু করেছে বিসিবি। দীর্ঘ দিন পর বিসিবির তত্ত¡াবধানে নিজের অনুশীলন নিয়ে গতকাল কথা বলেছেন জাহানারা আলম, ‘আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো প্রস্তুতি নিচ্ছি। প্রায় ১০ মাস পর মাঠে ফেরার সুুযোগ হয়েছে আমাদের। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে, বায়ো-সুরক্ষার মধ্যে এতো সুন্দর একটা ব্যবস্থা করেছে।’ তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে আসলে আমরা খুব হ্যাপি যে, ক্রিকেট আবার শুরু হচ্ছে। ইনশাআল্লাহ, আন্তর্জাতিক ম্যাচও মাঠে গড়াবে। আমরা অলরেডি ক্যাম্পের মাঝে চারটি ওডিআই ম্যাচ ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। তো অলমোস্ট ছয়টি ম্যাচ আমরা খেলে ফেলেছি। আগামীতে আরও তিন-চারটা ম্যাচ আছে।’
বাংলাদেশ নারী দলের এ পেস বোলার বলেন, ‘সো, সবকিছু মিলিয়ে আমার মনে হয়, লম্বা সময় যে আমরা সবকিছুর বাইরে ছিলাম -এটা কিন্তু মনেই হচ্ছে না। কারণ, করোনাকালেও বিসিবি আমাদের দারুণভাবে সুবিধা দিয়েছিল, যার যার বিভাগে। এবং ওর মধ্য থেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করার যথেষ্ট সুযোগ পেয়েছি। এখন আমরা একটি ভালো অবস্থায় আছি। এখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারবো, খুবি ইজিলি।’
ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরে মধ্য দিয়ে সাকিব-মুশফিকরা আন্তর্জাতিক ম্যাচে ফিরলেও এখনো সে সুযোগ হয়নি জাহানারাদের। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন বলে জানান তিনি, ‘অবশ্যই মুখিয়ে আছি। কারণ, দিন শেষে আন্তর্জাতিক ক্রিকেটটাই তো আমাদের কাছে মেইন পার্ট। আমরা দেশের জন্য রিপ্রেজেন্ট করি, দেশের জন্য খেলি। সো, আমার বিশ্বাস এখান থেকে যে প্রিপারেশন নিয়ে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি এবং সামনে যে টুর্নামেন্টগুলো আছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। এবং আমরা চেষ্টা করবো যে, ওই টুর্নামেন্টগুলোতে ভালোভাবে জয় আনার জন্য।’
করোনা পরবর্তী আন্তর্জাতিক ফেরার ম্যাচেই সিরিজ জয় ও ক্যারিবিয়ানদের দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করছে সাকিব-মুশফিকরা। বড়ভাইদের এমন খেলায় নিজেরা অনুপ্রেরণা পাচ্ছেন বলেও জানান জাহানারা, ‘অবশ্যই ইন্সপায়ার করে, আমরা খুবই হ্যাপি। ভাইয়ারাও অলমোস্ট দশ মাস দশদিন পর প্রথম ম্যাচ খেলেছে। এবং সবাই খুব দারুণ পারফরম্যান্সের মধ্যে আছে। সো, এটা আসলেই ইন্সপায়ার করে আমাদেরকে, আমরা খুবই খুশি। আমাদের বিশ্বাস, আমরা যখন আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করবো, আমরাও দারুণ পারফর্ম করবো, ইনশাআল্লাহ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন