বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চুরি, ডাকাতি আর লুটপাট করে এত সম্পদ অর্জন করার কি দরকার?- কক্সবাজারে আল্লামা বোখারী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১০:৩৪ পিএম

পটিয়া আল জামেয়া ইসলামিয়ার পরিচালক শাইখুল হাদীস আল্লামা আব্দুল হালিম বোখারী বলেন, চুরি, ডাকাতি আর লুটপাট করে এত সম্পদ অর্জন করার কি দরকার।

পৃথিবীর সকল প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তায়ালার। তবে এই রিজিক খেয়ে যেন আল্লাহর না ফরমানি করা না হয়।
তিনি কক্সবাজার শহরের জামেয়া উমেদিয়া ইসলামিয়ার মাহফিলে একথা বলেন।

তিনি বলেন, আল্লাহ সকলের রিজিক মায়ের পেটেই ঠিক করে দিয়েছেন। পৃথিবীতে এক দানাও কেউ এর অতিরিক্ত খেতে পারবেনা। তা হলে চুরি, ডাকাতি আর লুটপাট করে এত সম্পদ অর্জন করার কি দরকার? রিজিকের মালিক তো আল্লাহ।

ডাক্তার মুহাম্মদ আমিনের সভাপতিত্বে ২৫ জানুয়ারী মঙ্গলবার রাতে মাহফিলের শেষ অধিবেশনে আল্লামা বোখারী আরো বলেন, হায়াত, মওত, রিজিক ও ক্ষমতা আল্লাহর পক্ষ থেকেই আসে।

সৎ জীবন যাপনের উপর গুরুত্বারোপ করে আল্লামা বোখারী আরো বলেন, রাষ্ট্রের কর্তারা সৎ হলে দেশের নাগরিকরাও সৎ হতে বাধ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন