শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নির্বাচন কমিশনের নতুন সচিব হুমায়ুন কবীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। এদিকে অবসরে যাওয়ার সুবিধার্থে ইসির সিনিয়র সচিব মো. আলমগীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি অবসরে যাবেন তিনি।
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে ইসি সচিবের দায়িত্ব দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীরকে রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আলাদা প্রজ্ঞাপনে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক দিলীপ কুমার সাহাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. বিল্লা হোসেনকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবং জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব হাবিব মো. হালিমুজ্জামানকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Kamal ২৬ জানুয়ারি, ২০২১, ১১:৫১ পিএম says : 0
স্যার,স্বাগতম।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন