বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী জান্নাতুল ইসলামের ভোট বর্জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ৪:৫৬ পিএম

নিজের উপর হামলা, এজেন্টদের বের করে দেয়া এবং গোপন কক্ষে ঢুকে নৌকায় ভোট দিতে বাধ্য করার প্রতিবাদে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট থেকে সরে দাঁড়ালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম। বুধবার রিটার্নিং কর্মকর্তার সাথে দেখা করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি ইনকিলাবকে জানান, ৫০টি কেন্দ্র ঘুরেছি। সব কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। বারবার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ফোন করেও আমরা কোনো প্রতিকার পাইনি। নৌকার এজেন্টরাই ভোট নিয়ন্ত্রণ করেছেন। আর এ কারণে প্রহসনের নির্বাচনের থেকে সরে দাঁড়িয়েছি। তিনি পুনঃ নির্বাচনের দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Kamal ২৭ জানুয়ারি, ২০২১, ৫:৩৭ পিএম says : 0
আর আগামী কাল হুদা মুদা সহ ঙ্গানপাপীরা আমরা বাঙ্গালদের বোঝাবে নির্বাচন Free&Fair হয়েছে।তাদের তেলতেলে শরীর আরওতেলতেলে হবে।আর আমরা অধিকার তারারা অসহায় বদনে তা গিলব।
Total Reply(0)
মনজুর এলাহী শওকত ২৭ জানুয়ারি, ২০২১, ১১:১৮ পিএম says : 0
দীনের দায়ীদের জন্য সর্বদাই শোকের হারলে ও সফল জিতলেও সফল কারণ হার জিতের লড়াই নয় মাওলা পাকের কাছে জবাবদিহিতার কাজে অংশ গ্রহণ করেছি
Total Reply(0)
ابو مبرور ২৭ জানুয়ারি, ২০২১, ১১:১৯ পিএম says : 0
দীনের দায়ীদের জন্য সর্বদাই শোকের হারলে ও সফল জিতলেও সফল কারণ হার জিতের লড়াই নয় মাওলা পাকের কাছে জবাবদিহিতার কাজে অংশ গ্রহণ করেছি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন