শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রথম দিন ভ্যাকসিন পেলেন দুই সাংবাদিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ৮:৩৮ পিএম

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৬ জনকে টিকা দেয়ার মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম দিন ৩২ জনকে টিকা দেয়ার কথা থাকলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ছয়জনকে টিকা দেয়া হয়নি। টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রথমে পাঁচজনকে টিকা দেয়া হয়। তারা হলেন- কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা, চিকিৎসক আহমেদ লুৎফুল নোবেল, স্বাস্থ্য অধিদফতরের এডিজি প্রফেসর নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

এরপর ধাপে ধাপে আরও ২১ জনকে টিকা দেয়া হয়। এদের মধ্যে দু’জন সাংবাদিক রয়েছেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মো. আল মাসুম মোল্লা এবং বেসরকারি টেলিভিশন এনটিভির মাসুদ রায়হান পলাশ।

সাংবাদিক মো. আল মাসুম মোল্লা টিকা নেয়ার কয়েক ঘন্টা পর জানান, তিনি ভালো আছেন। কোনো ধরণের সমস্যা হয়নি। সবার কাছে দোয়া চেয়েছেন ও টিকা নেয়ার আহবান জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন