মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আফগানিস্তানকে পাত্তাই দিচ্ছেন না আল আমিন

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজটি হচ্ছে। বাংলাদেশে নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে গত বৃহস্পতিবার সফরের গ্রীন সিগন্যাল দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রায় ১০ মাস ওয়ানডে ক্রিকেটের বাইরে থাকায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য আন্তর্জাতিক একটি দলের সঙ্গে ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ভাবা হচ্ছে, এর বেশি বলতে চায়নি বিসিবি। তবে গত পরশু ক্লুটা দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। প্রথমবারের মতো দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আতিথ্য পাবে তারা, এই সংবাদটাই ক্রিকইনফোকে দিয়েছে সে দেশের বোর্ড। গতকাল সিরিজের সূচিটাও প্রকাশ করেছে এসিবি। আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, এটাই ক্রিকইনফোর মাধ্যমে জানিয়ে দিয়েছে এসিবি। বাংলাদেশ সফরে অতীত অভিজ্ঞতা তাদের মধুর। ২০১৪ সালে ফতুল্লায় অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে ৫০ ওভারের ম্যাচে হারানোর অতীত আছে তাদের। সে কারণেই আগামী মাসে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ কিছু উপহার দেয়ার স্বপ্ন দেখছেন এসিবির প্রধান নাসিমুল্লাহ দানিশÑ‘বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে এটাই হবে প্রথম সিরিজ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আমরা উপভোগ্য খেলা উপহার দেওয়ার অপেক্ষায় আছি।’
টি-২০ বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে অধিক মনোযোগ দেয়ায় এ বছর বাংলাদেশ যেখানে একটিও ওয়ানডে ম্যাচ খেলেনি, সেখানে আফগানিস্তান ইতোমধ্যে খেলে ফেলেছে ৯টি ম্যাচ। জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ৯টি ম্যাচের ৪টিতে জিতেছে আফগানিস্তান। সে কারণে খেলার মধ্যে থাকা আফগানিস্তানকে নিয়ে হেলাফেলার উপায় নেই। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বাড়তি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে সেই সুযোগকে কাজে লাগাতে চান পেস বোলার আল আমিন। আফগানিস্তানকে পাত্তাই দিচ্ছেন না তিনিÑ‘আফগানিস্তান আসলে চ্যালেঞ্জও বলতে পারেন আবার প্রস্তুতির ভালো মঞ্চও বলতে পারেন। ওরা ভালো ক্রিকেট খেলছে। অন্যদিকে আমরা অনেক দিন ক্রিকেট থেকে বাইরে। এজন্য আমাদের প্রমাণ করতে হবে যে আমরা ভালো। গত এক বছর ভালো ক্রিকেট খেলছি। টি-২০ বিশ্বকাপের পর থেকে আমরা ক্রিকেটের বাইরে, সেখানে ওরা (আফগানিস্তান) খেলছে। আমাদের বিশ্বাস ওরা আমাদের কাছে পাত্তাই পাবে না। ওদেরকে সবগুলো ম্যাচ হারানোই আমাদের জন্য চ্যালেঞ্জ। তাহলে ইংল্যান্ডে আগের বড় প্রাপ্তি হবে, অভিজ্ঞতা বাড়বে।’
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ তাসকিন, আরাফাত সানিকে আফগানিস্তানের বিপক্ষে পাচ্ছে না বাংলাদেশ দল। তার ওপর দলের বোলিং ডিপার্টমেন্টের নিউক্লিয়াস মুস্তাফিজুর এখন ইনজুরিতে। ইনজুরি থেকে সেরে উঠে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ঠিকই খেলেছেন পেস বোলার রুবেল, তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় রুবেলের ফর্মও পরীক্ষিত নয়। তারপরও বোলিং ডিপার্টমেন্টের এই শুন্যতা পূরণে আশাবাদী আল আমিনÑ‘মুস্তাফিজ, তাসকিন, রুবেল ভাই, মাশরাফি ভাই কিংবা আমি, আমরা যে যখনই সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি নিজেদের সেরাটা দেওয়ার। রুবেল ভাই অনেকদিন ইনজুরির কারণে দলের বাইরে ছিল। আমার বিশ্বাস তিনি দারুণভাবে ফিরে আসবেন। তাসকিনও পরীক্ষার মাধ্যমে ফিরে আসবে। মুস্তাফিজের ছয় মাস সময় লাগবে। মুস্তাাফিজের জায়গায় তাসকিন, রুবেল ভাই, মাশরাফি ভাই কিংবা আমি, যে ই থাকি না কেন খুব বড় চ্যালেঞ্জ হবে। কারণ ওর (মুস্তাফিজের) যে অস্ত্র আছে তা আমাদের কারও কাছে তা নেই। এ জন্য আমরা যারা থাকবো তাদের সেরাটা দিতে হবে। সেরাটা যদি দিতে পারি এবং শেষ কয়েক বছরে যে ধারাবাহিক ক্রিকেট খেলেছি সেটা ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারলে সফল হতে পারব।’
বোলিং ডিপার্টমেন্টে সেরাদের বাইরে রেখে খেলাটা এমনিতেই চ্যালেঞ্জ। তার ওপর তামীমের বাঁ হাতের আঙুলের ইনজুরিও ভাবাচ্ছে বাংলাদেশ সমর্থকদের। তামীমহীন ওয়ানডে দল যে কতটা কঠিন পরিস্থিতিতে পড়তে পারে, ২ বছর আগে হাড়ে হাড়ে টের পেয়েছে তা বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তামীম ফিট হয়ে উঠতে না পারলে যে বাংলাদেশ দলকে চোখ রাঙাবে আফগানিস্তানের মতো পুঁচকেরাও।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন