বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বদলে যেতে পারে আরচ্যারির ভেন্যু!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের তথ্য অনুযায়ী বদলে যেতে পারে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের টঙ্গিস্থ ভেন্যু। বিপিএল ফুটবলের নতুন ভেন্যু টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম উদ্বোধনকালে গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরচ্যারির ভেন্যু হিসেবে ভিন্ন জায়গা দেখতে বলেছেন। ইতোমধ্যে আরচ্যারির জন্য ন্যাশনাল পার্ক বা অন্য এলাকায় জায়গা দিতে বলেছেন তিনি। আমরা তাদেরকেও বলেছি এই স্টেডিয়ামের পাশাপাশি নতুন একটা জায়গা দেখতে। সেখানে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। কারণ আরচ্যারি আমাদের অনেক কিছু দিয়েছে। আরচ্যারির জন্য বিকল্প ব্যবস্থা না করে এই মাঠ কোনোভাবেই বাতিল করা হবে না। আরচ্যারির মাঠ এখানে আছে, থাকবে। সপ্তাহে সাতদিনে তাদের একদিন বন্ধ থাকে, ওইদিন এখানে ফুটবল হবে। এটা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘আমি শুধু এটুকুই বলবো, খেলার জন্য মাঠ কিন্ত সবার। আরচ্যারি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। আমি মনে করি তাদের জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে।’
আন্তর্জাতিক পর্যায়ে আরচ্যারি থেকে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে টোকিও অলিম্পিক নিশ্চিত করেছেন দেশসেরা আরচ্যার রোমান সানা। দীর্ঘদিন আরচ্যাররা টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। কিন্তু হঠাৎ করে এই স্টেডিয়ামকে বিপিএলের ভেন্যু করায় আরচ্যাররা খানিকটা অসন্তোষ। নানা আলোচনা-সমালোচনার পর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামেই গতকাল হয়েছে বিপিএলের প্রথম ম্যাচ। যে ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব। এটি আরামবাগ ক্রীড়া সংঘেরও হোম ভেন্যু।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন