স্টাফ রিপোর্টার : শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ৬ সদস্যের একটি টিম নিয়ে গতকাল রোববার সুদানের দারফুরের উদ্দেশ্যে ঢাকাস্থ হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তিনি সেখানে মোতায়েনরত দু’টি বাংলাদেশী কন্টিনজেন্টের শান্তিরক্ষীদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়াও তিনি সুদান সরকার এবং মিশন হেডকোয়ার্টারসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। পরবর্তীতে সেনাপ্রধান ২ সেপ্টেম্বর তারিখে নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে যাবেন। সেখানে তিনি ইউএন সেক্রেটারি জেনারেলসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে শান্তিরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন