শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কাশ্মীরে জীবনহানি গোটা দেশের ক্ষতি : নরেন্দ্র মোদি

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
কাশ্মীরে যে কোনো জীবনহানিই দেশের ক্ষতি। সে জীবন কোনও সেনা জওয়ানের হোক বা কাশ্মীরির, এই ক্ষতি সমগ্র দেশবাসীর ক্ষতি। ‘মন কি বাত’ অনুষ্ঠানে গতকাল এ কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতায় আসার পর থেকেই প্রতি মাসে একবার করে রেডিও’র মাধ্যমে গোটা দেশের কাছে তার বক্তব্য তুলে ধরেন নমো। গতকাল ২৩তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মূলবিষয় ছিল অশান্ত কাশ্মীর। একতা ও মমতার মধ্যেই কাশ্মীর সমস্যা মেটানো সম্ভব বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
পুলিশের এনকাউন্টারে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর। ৫০ দিনেরও বেশি সময় ধরে জারি রয়েছে কারফিউ। এই অবস্থায় প্রধানমন্ত্রী বলেন যে, যারা উপত্যকার যুব সম্প্রদায়কে পাথর ছুঁড়ে বিক্ষোভ প্রদর্শনের দিকে ঠেলে দিচ্ছে, একদিন এই তরুণরাই তাদের কাছে এ বিষয়ে প্রশ্ন করবে। কাশ্মীর ইস্যুতে অন্য সব রাজনৈতিক দলগুলির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীর ইস্যুতে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছেন। জাতিসংঘসহ সব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অশান্ত কাশ্মীরের কথা তুলে ধরতে সে দেশের ২২ জন সাংসদকে মনোনীত করেছেন তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন