শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাইটক্লাবে যাওয়ায় ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী সুগা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ এএম

করোনাভাইরাস সংক্রান্ত জরুরি পরিস্থিতি জারি করে জনগণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে উৎসাহিত করার মধ্যে কয়েক জন আইনপ্রণেতা নাইটক্লাবে ঘুরে বেড়ানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বুধবার পার্লামেন্টে তিনি ক্ষমা প্রার্থনা করে আইনপ্রণেতাদের জনগণের আস্থা অর্জনের আহবান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায়ন এই মাসে টোকিওসহ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করে জাপান। এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাত আটটার মধ্যে রেস্টুরেন্ট ও বার বন্ধ রাখা। জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে উৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে জানা যায়, ক্ষমতাসীন জোটের কয়েক জন আইনপ্রণেতা নাইটক্লাবে ঘুরে বেড়াচ্ছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন