শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সউদী-আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ এএম

সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সামরিক সরঞ্জাম বিক্রির আগাম অনুমোদন দিয়েছিলেন সেগুলোও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসন। দায়িত্ব গ্রহণের পর ২৭ জানুয়ারি নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পর্যালোচনার উদ্দেশ্য হচ্ছে এটা নিশ্চিত হওয়া যে, আমাদের কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির বিষয়টি এখানে বিবেচনায় নেওয়া হয়েছে কিনা। এ বিষয়টিই এখন আমরা যাচাই বাছাই করছি। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম সউদী-আমিরাতের কাছে মার্কিন সমরাস্ত্র বিক্রি স্থগিতের খবর দেয়। খবরে বলা হয়, বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যের এই দুই দেশের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রির উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করেছে। এর মধ্যে সউদী আরবের কাছে প্রিসিশন গাইডেড মিউনিশন্স থেকে শুরু করে আমিরাতের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির মতো সিদ্ধান্তগুলোও রয়েছে। নির্বাচনি প্রচারণায় সউদী আরবের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পর্যালোচনা বা পুনর্ম‚ল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন জো বাইডেন। এখন নির্বাচনে জিতে হোয়াইট হাউজে অভিষেকের এক সপ্তাহের মধ্যেই এ সিদ্ধান্ত নিলো তার প্রশাসন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাহী আদেশে ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত বদলে দিতে শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। ইসরাইলের সুরক্ষা নিশ্চিত করা এবং ইরানকে চাপে রাখতে সউদী-আমিরাতকে কাছে টানার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মার্কিন নির্বাচনে বাইডেনের বিজয়ে বড় ধরনের ধাক্কা খায় রিয়াদ। ওয়াল স্ট্রিট জার্নাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Uma ২৯ জানুয়ারি, ২০২১, ২:৪২ এএম says : 0
Very good USA
Total Reply(0)
Md Rasal Mamun ২৯ জানুয়ারি, ২০২১, ২:৪৩ এএম says : 0
Nice
Total Reply(0)
H M Shakil Rana ২৯ জানুয়ারি, ২০২১, ২:৪৩ এএম says : 0
ঠিক হইসে
Total Reply(0)
সাকা চৌধুরী ২৯ জানুয়ারি, ২০২১, ৮:১৫ এএম says : 0
সৌদি আরবের অস্ত্র না কিনে নিজেদের উৎপাদন করা উচিত।
Total Reply(0)
কামাল ২৯ জানুয়ারি, ২০২১, ৮:১৫ এএম says : 0
গোটা পৃথিবীতেই অস্ত্র কেনাবেচা নিষিদ্ধ করা উচিত।
Total Reply(0)
عمر فاروق ৩০ জানুয়ারি, ২০২১, ৬:৫৪ এএম says : 0
উত্তম হইছে ।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন