বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লেবাননের ত্রিপলিতে আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ৯:৫৬ পিএম

ত্রিপলিতে লকডাউনের মাঝেই সাধারন জনতার আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় জনগনকে প্রয়োজনীয় সহায়তা করেনি সরকার। বুধবার আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’ জানায় আহত শতাধিক আন্দোলনকারীদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। -আল-জাজিরা

দেশটির নিরাপত্তা বাহিনী আইএসএফ জানায় আন্দোলনকারীরা তাদের উপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করলে নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য গুরুতর আহত হয়।বিপরিতে হামলাকারীদের উপর ‘জীবন রক্ষার্থে গুলিবর্ষণ আইন’ প্রয়োগ করা হয়। তবে আইএসএফের উপর গ্রেনেড হামলার সত্যতা নিশ্চিত করতে পারছে না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আন্দোলনকারিদের ছত্রভঙ্গ করার জন্য কয়েক দফায় টিয়ার গ্যাস এবং জলকামান এর প্রয়োগ করা হয়েছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন