শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোট সুষ্ঠ নাকি কারচুপি শঙ্কা-আশংকা নিয়ে আজ সখিপুর পৌরসভার ভোটগ্রহন

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ২:৪০ পিএম

নির্বাচন কমিশন কর্তৃক ৩য় ধাপে সখিপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারী(শনিবার)। ভোট সুষ্ঠ হবে নাকি কারচুপি হবে। শঙ্কা-আশংকার মধ্যে আজ শনিবার সখিপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ৯টি কেন্দ্রে ৯জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং ৯জন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া সম্পন্ন হয়েছে। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ (নৌকা) বিএন.পি মনোনীত প্রার্থী মো: নাছির উদ্দিন (ধানের শীষ)এবং সতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজীব (জগ)প্রতীকে এই তিন জন প্রতিদন্ধিতা করছেন। সংরক্ষিত মহিলা আসনে ১নং ওয়াড(১,২.৩) এ প্রতিদন্ধিতা করছেন তিন জন তারা হলেন বর্তমান কাউন্সিলর পারুল মাহমুদ(আনারস) মোসা: হাসিনা আক্তার(চশমা), শাহারিয়া স্বপ্না (বলপেন)। ২নং (৪,৫.৬) এ প্রতিদন্ধিতা করছেন তিন জন রাফেজা আক্তার (চশমা) শেফালী আক্তার(আনারস)।

৩নং (৭,৮.৯)প্রতিদন্ধিতা করছেন পাঁচ জন তারা হলেন বর্তমান কাউন্সিলর মোছা: আর্জিনা(জবাফুল)মোছা: ছাদিয়া আফরিন লতা (টেলিফোন) ফরিদা(চশমা), নাজমা আখতার (আনারস),মোসা: শাহনাজ আক্তার(বলপেন)।এছাড়া ১নং সাধারণ কাউন্সিলর আসনে প্রতিদন্ধিতা করছেন ৩জন তারা হলেন- বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম(টেবিলল্যাম্প)সাবেক কাউন্সিলর মো: আ: গনি মিয়া (পাঞ্জাবী)এবং মো: হাফিজুল ওয়ারেছ (উটপাখি)

২নং ওয়াড প্রতিদন্ধিতা করছেন ৪ জন তারা হলেন-বর্তমান কাউস্নিলর এখলাছ হায়াত ছরোয়ার(পানির বোতল)সাবেক কাউন্সিলর মঞ্জুরুল হক মজনু (উটপাখি) মো: ফজলুর রহমান (ডালিম)ও মো: ইয়ারুম মিয়া (পাঞ্জাবী)।

৩নং ওয়াডে প্রতিদন্ধিতা করছেন ৩ জন তারা হলেন-মো: বাদল সিকদার (উটপাখি)সাবেক কাউন্সিলর মো: বিল্লাল শিকদার (পাঞ্জাবী)ও শাকীল আজাদ দ্বীপ (পানির বোতর)।

৪নং ওয়ার্ডে প্রতিদন্ধিতা করছেন ২ জন তারা হলেন-সাবেক কাউন্সিলর মো:আনিছুর রহমান (উটপাখি) মো: মোশারফ হোসেন তালুকদার (পানির বোতল)।

৫নং ওয়াডে প্রতিদন্ধিতা করছেন ৪ জন তারা হলেন-বর্তমান কাউন্সিলর মো: জাহিদ হোসেন(ডালিম) সাবেক কাউন্সিলর মো: বাদল বাদু (পানির বোতল)। মো:আলমাস উদ্দিন (উটপাখি) ও মো: মোজাম্মেল হোনেন(পাঞ্জাবী)

৬নং ওয়াডে প্রতিদন্ধিতা করছেন ৪ জন তারা হলেন-বর্তমান কাউন্সিলর মো:রফিকুল ইসলাম রফিক((উটপাখি)সাবেক কাউন্সিলর মো: সাজ্জাত হোসেন (পাঞ্জাবী) মো:শাহ আলম (পানির বোতল) ও মো: শফিকুল (ডালিম)।

৭নং ওয়াডে প্রতিদন্ধিতা করছেন ৪ জন তারা হলেন-সাবেক কাউন্সিলর মো: নাসির উদ্দিন (উটপাখি) মীর আবু শামা (ডালিম) আশরাফ (পাঞ্জাবী)ও মো: আ: বাছেদ শিকদার (পানির বোতল)

৮নং ওয়াডে প্রতিদন্ধিতা করছেন ৪ জন তারা হলেন-বর্তমান কাউন্সিলর মো: শহীদুল ইসলাম(পাঞ্জাবী)সাবেক কাউন্সিলর মো: হাতেম শিকদার (পানির বোতল), আশরাফ (ডালিম), রফিকুল ইসলাম(উটপাখি)

৯নং ওয়াডে প্রতিদন্ধিতা করছেন ২জন তারা হলেন-সাবেক কাউন্সিলর আ: মালেক মিয়া (উটপাখি) মো: আবু ছাইদ(পানির বোতল)। প্রতীক পাওযার পর হতেই প্রার্থীগণ তাদের প্রতীক নিয়ে ভোটারদের নিকট ভোট চাওয়া শেষ করে আখেরী মিছিল শেষ করেছেন। এদিকে বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ (নৌকা)বিশাল আখেরী মিছিল নিয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী তালতলা চত্তরে এক পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে আগামী ৩০ জানুয়ারী(শনিবার) সকল ভোটারকে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে মিটিং শেষ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন