বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সিরাজগঞ্জে ট্যাংকলরি শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

সিরাজগঞ্জে ট্যাংকলরি শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভায় এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান আলী। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলার চেয়ারম্যান আজাদ রহমান ও উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ। উল্লেখ্য, গত ২৬ আগষ্ট শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন একটি পেট্রোল পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মম আমজাদ হোসেন মিলনকে আমন্ত্রণ না জানানোর ফলে তার সমর্থকেরা পেট্রোল পাম্প উদ্বোধন অনুষ্ঠানস্থলে ভাঙচুর করে। এই ঘটনার প্রতিবাদে পরদিন শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত শাহজাদপুরের বাঘাবাড়িতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে ট্যাংকলরি শ্রমিকেরা। পরে জেলা প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিলেও নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন